প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৩:১৬:১৯ প্রিন্ট সংস্করণ
মো.জাকারিয়া খান জাহিদ,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় উদ্বোধক ও সভাপতি হিসেবে অশংগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে তাতিহাটি আইডিয়াল স্কুল ও তৃতীয় স্থান অধিকার করে বানিবাইদ আব্দুল্লাহ আল- মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়।