• Uncategorized

    শেরপুরের শ্রীবরদীতে অটোবাইকের চাকার নিচে পড়ে এক শিশুর মৃত্যু

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ২:১৪:১১ প্রিন্ট সংস্করণ

    শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারি চালিত অটোবাইকের চাকার নিচে পড়ে আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ জানুয়ারী (শনিবার) দুপুরে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের লংগড়পাড়া এলাকায় সবুজ সাথী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশা মনি আবুয়ারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। এ ঘটনায় অটোবাইক চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশা মনি তার মায়ের সাথে লংগড়পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। ২৩ জানুয়ারী (শনিবার) দুপুরে রাস্তা পারাপারের সময় শেরপুরগামী একটি ব্যাটারী চালিত অটোবাইক আশা মনিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আশা মনি। পরে আশাপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরই ওই অটোবাইকের চালক খড়িয়াকাজীরচর এলাকার লাল মিয়ার ছেলে রুবেল মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই খোরশেদ আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ