প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ৩:২০:০৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষরোপণ করা হয়
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বেলাল ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সুমন এর নেতৃত্বে পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায় দাদা-দাদির কোলে-পিঠে মধুমতি নদীর তীরে। পাঁচ ভাই-বোনের অপর চারজন হলেন- শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও শেখ রাসেল। এর মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বাবা-মাসহ সবাই ঘাতকের হাতে নিহত হন