• Uncategorized

  শিলই ইউনিয়নের জাকির জমাদারের মায়ের জানাযা দাফন সম্পন্ন

    প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১ , ৩:৪৩:৫১ প্রিন্ট সংস্করণ

   

  এম,এ কাইয়ুম-মাইজভান্ডারিঃ

  মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন জমাদার মায়ের জানাযা ও দাফন সম্পন্ন হয়।জাকির হোসেন জমাদারের মা জমিলা বেগম বৃহস্পতিবার ঢাকায় তার পুত্র জাকির জমাদার বাসায় ইন্তেকাল করেন।(২৯ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে শিলই উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে শিলই সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃতকালে ছয় সন্তান ও চার কন্যা নাতিনাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ