প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ১:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ
তানজিলা আফরিন লিজা-বিশেষ প্রতিনিধিঃ
শায়েস্তাগন্জ উপজেলার কলিমনগর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় আব্দুস সালাম মিয়া (২৪) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বুধবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের দাইম উদ্দিনের ছেলে এবং আহত রতন মিয়া শায়েস্তাগন্জ উপজেলার তালুগড়াই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
সূত্রে জানা যায় – ওই সময় শায়েস্তাগন্জ থেকে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ রওনা দেন দুইজন। পথিমধ্যে কলিমনগর এলাকায় পৌঁছলে একটি সি এনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনার স্থলে সালাম মিয়া মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন রতন মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন।