• Uncategorized

  শায়েস্তাগঞ্জে সুতাং বাজারে রবি দাস সম্প্রদায়ের নারীদের ওপর চলছে নির্যাতন-দৈনিক অালোকিত ৭১ সংবাদ 

    প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৫:৫৬:৩৩ প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টারঃ

  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে সুতাং বাজারে  রবি দাশ সম্প্রদায়ের অসহায় নারীদের ওপর  চলছে অমানবিক নির্যাতন, এমন কি ৫ বছরের ছোট শিশুটি ও পায়নি রেহাই জানা যায় নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের সাবেক মহিলা মেম্বার রাবেয়া বেগমের ছেলে সুজন মিয়া নেশা করে ওদের বাসায় এসে প্রতিনিয়ত করছে নির্যাতন।

  নির্যাতিত পরিবারের লোকজন  জানায় লালচাঁন বাগান থেকে মদ,গাজা  এনে বিক্রি করে দিতে বলে সুজন আমরা অসম্মতি জানালে  ধরালো অস্ত্র দিয়ে পিটায় মৃত্যুর ভয়ে আমরা রাতে ঘর থেকে বের হয়ে বাহিরেই রাত্রিযাপন করি,সারারাত আমাদের ঘরে সুজন মদ,গাঁজা বিক্রি করে,

  আমাদের রান্না করা খাবার ও খেয়ে ফেলে  আমরা না খেয়ে রাত্রি যাপন করি, আমাদের ঘরে জোরপূর্বক ১০ টি ছাগল পালন করে সুজন।

  সুতাং বাজারের পাহারাদার ভিংরাজ মিয়া এবং জালাল মিয়া বলেন, মানুষের চলাচল যখন কম থাকে তখন সুজন এসে এদের কে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়,সুজন কে স্থানীয় লোকজন এবং প্রশাসন সহ ধরতে গেলে সুজন পালিয়ে যায়।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ