প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৪:০৯:৫০ প্রিন্ট সংস্করণ
শাহ আমিন উল্লাহ মাদরাসার শুভ উদ্ভোধন সম্পন্ন:সিলেটের বিশ্বনাথ উপজেলায় শাহ আমিন উল্লাহ মাদরাসার হিফজ ও এতিমখানার শুভ উদ্ভোধন করা হয়েছে।
আজ শনিবার ৯ জানুয়ারী বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্টানে এ মাদরাসার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নব নির্বাচিত সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ কামিল মাদরাসার অধ্যক্ষ নোমান আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীরসহ প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উদ্যোক্তা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর শাহ সুহেল আমিন।