প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২১ , ২:১২:১০ প্রিন্ট সংস্করণ
লালমনিহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের।
লালমনিরহাটের হাতীবান্ধায় ঢাকা -বুড়িমারী মহাসড়কে ঝরে গেল দুই পুলিশ সদস্যের প্রাণ।সোমবার (১৮ জানুয়ারী) উপজেলার খানের বাজার এলাকা ট্রাকচাপায় হাতীবান্ধা থানার কর্মরত দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়ে।
ঘটনাস্থল থেকে জানা যায় নিহত দুজন পুলিশেই
হাতীবান্ধা থানার ডিএসবি পুলিশ সদস্য এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল হক বড়খাতা থেকে থানায় আসার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ।হাতীবান্ধা থানার (ওসি) মো: এরশাদূল আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেছেন লাশ মর্গে পাঠানো হয়েছে প্রসেসিং শেষে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।