প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২১ , ৯:১১:০৮ প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ পুলিশের জানাজার নামাজ সম্পূর্ণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করলেন
অশ্রুসিক্ত ভরাক্রান্ত হৃদয়ে আজ (১৯জানুয়ারি) ১১.৩০ ঘটিকায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলসেড-এ এসআই আব্দুল মতিন ও কনস্টেবল হাজি মজিবুল ইসলাম এর জানাযা নামাজ
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও কনস্টেবল মজিবুল হকের জানাজার নামাজ পুলিশ লাইন্স মাঠে প্রথম জানাজা সম্পন্ন হয়।
গত সোমবার (১৮ জানুয়ারী) হাতিবান্ধার বড়খাতা থেকে থানার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফেরার পথে খানের বাজার এলাকায় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
নিহত এসআই আব্দুল মতিনের বাড়ী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামে। তিনি মৃত জয়েন উদ্দিন সরকারের পুত্র। আব্দুল মতিন ১৯৮৮ সালের ৬ ই ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
নিহত অপর পুলিশ সদস্য মজিবুল হক রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মাহিপুর গ্রামের শেখ মাহমুদুর রহমানের ছেলে। তিনি পুলিশে যোগদান করেছিলেন ৮ ডিসেম্বন ১৯৭৩ সাথে। তাঁরা উভয়ই লালমনিরহাট জেলা পুলিশের ডিএসবি শাখায় কর্মরত ছিলেন ।
জানাজায় জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সদর উপজেলা জেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, প্রেসক্লাব সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, জেলা পুলিশের কর্মকর্তা, কর্মচারী নিহতদের স্বজন ও স্থানীয়রা অংশ নেয়।
পুলিশ সদস্যদের এই মর্মান্তিক মৃত্যূতে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।