• Uncategorized

    লার্নিং পয়েন্টের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন:

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২১ , ১২:৫৬:২০ প্রিন্ট সংস্করণ

    লার্নিং পয়েন্টের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন:

    সিলেট ওসমানীনগরের গোয়ালাবাজার ক্যাম্পাসে লার্নিং পয়েন্টর শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণী বিতরণ করা হয়েছে।

    সোমবার ১৮ জানুয়ারী অত্র প্রতিষ্ঠানের হলরুমে সার্টিফিকেট বিতরণ করা হয়।

    প্রতিষ্ঠানের প্রধান ও বিশ্বনাথ ডিগ্রী কলেজের সাবেক ইংরেজী শিক্ষক মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষক তাওফিক খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সিলেট জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, ওসমানীনগর উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক দিলদার আলী, দয়ামীর ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক আব্দুর রহিম ও লার্নিং পয়েন্ট গোয়ালাবাজার শাখার পরিচালক আব্দুশ শহিদ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, কারিগরি প্রশিক্ষণ ও ইংরেজী ভাষা শিক্ষার মাধ্যমে এলাকার শিক্ষিত বেকারদের দক্ষক্ষ মানব সম্পদে পরিণত করতে লার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছেন। ডিজিটাল দেশ গড়ার প্রথম শর্ত হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষা। আর্ন্তজাতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। পাশাপাশি বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার কদরও দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত কম্পিউটার ৬মাস মেয়াদি কোর্সে উত্তীর্ণ ১১১ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন লার্নিং পয়েন্টের ইংরেজি শিক্ষক আবু সানজিত সান্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ