প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৭:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে সন্ধ্যায় লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস সংলগ্ন জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সদর থানা ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে।সদর থানা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না, জহির উদ্দিন বাবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। মহান নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। বীর বাঙালি হিসেবে বিশ্বজুড়ে জাতি পরিচিতি পায়।