প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৫:২৪:৪০ প্রিন্ট সংস্করণ
মোঃ নুরুজ্জামান-বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ
৫ নং ভান্ডারকোট ইউনিয়ন ১ নং ওয়াডের করোনা আক্রান্ত মোঃ রুবেল ফকির (৩০) পিতা মোঃ মহব্বত ফকির করোনা নিয়ে গত ১/০৭/২০২০ তারিখ আনুমানিক সকাল ৮ঃ২৫ মিনিটে কম স্থান থেকে বাড়ি চলে আসে।
এই বিষয় গ্রাম বাসির মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রাম বাসিরা বিষয় টা পুলিশ কে জানান দুপুর ১ টার সময় পুলিশ এসে তাদের বাড়ি ১৪ দিনের লকডাউন দিয়ে যায়। কিন্তু রুবেলের মা,বাবা লকডাউন না মেনে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে। গ্রাম বাসিরা তাদের কে বল্লে তারা মানছে না।এই নিয়ে গ্রাম বাসিরা আতঙ্কে আছে।