• Uncategorized

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চাচার হাতে ভাতিজা খুন

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২০ , ৪:২১:১০ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাঁস-মুরগি পালনকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় চাচার টেঁটার আঘাতে ভাতিজা সানাউল্লাহ খুন। শনিবার দিবাগত রাতে

    উপজেলার দাউদপুর ইউনিয়নের দীঘুলিয়ারটেক এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

    পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের  দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাচা আক্তার হোসেন ভাতিজা সানাউল্লাহকে টেঁটা দিয়ে আঘাত করলে সে আহত হয়।

    পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় । ঘটনার পর থেকে চাচা পলাতক রয়েছে তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে এবং এঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ