প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২২ , ৫:৪৭:৫৫ প্রিন্ট সংস্করণ
এইচ.এম.আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলেকজান্ডার বাজারের পাশে অবস্থিত।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপজেলা সহ উপজেলার বাহিরের থেকে বিভিন্ন ধরনের রোগীর আগমন ঘটে তবে সেই হাসপাতালটির পরিবেশ যদি এরকম হয় তাহলে বলার কিছু থাকে না,সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু রামগতিতে অবহেলিত অবস্থায় এবং নোংরা দুর্গন্ধময় রয়েছে।মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উপর দৃষ্টি আকর্ষণ সাধারন জনগন সহ ভুক্তভুগীদের আহাজারি কে কর্ণপাত করুন এবং নজর দিন।রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টি নোংরা অবস্থা, আর রোগীদের প্রতি অনিহা অবহেলায় পড়ে আছে বেটে কিংবা ফ্লোরে।
এভাবে সরকারী হাসপাতালের অবস্থা হয় তাহলে জনগন কি সেবা পেতে পারে।প্রতিনিয়ত যে সকল ময়লা জমে থাকে সে সকল ময়লা বিভিন্নভাবে পড়ে আছে যেমন- কোন দেওয়ালের পাশে,কর্নারে জমা রাখে কয়েক সপ্তাহ।আধুনিক নামে হাসপাতাল নাম করন করা হয়েছে কিন্তু দেখলে মনে হয় পুরাতন জমিদারদের বাড়ি যেভাবে পরিত্যাক্ত অবস্থা,ঠিক সে রকমের অবস্থায় রুপ নিয়েছে সরকারী প্রতিষ্ঠান।সরকার জনগনের জন্য সেবামূলক প্রতিষ্ঠান করেছে,সকল ধরনের সহযোগীতা করছেন,
পরিচালনার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা ঠিক মতন বা যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেন ভুক্তভুগী।সাধারন ভুক্তভুগীদের মাধ্যমে জানা যায়,হাসপাতালে সরকারীভাবে বেশি কয়েকটি টেষ্টের ব্যবস্থা আছে তবে হাসপাতালে টেষ্ট করে না,বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে আর ফার্ম্মেসীতে পাঠিয়ে দেন। তাদের ভাষ্যমতে সবচেয়ে বেশি দূর্নীতির আড্ডা চলছে হাসপাতালে,ভুক্তভুগীরা এই দূর্নীতির থেকে পরিত্রান চান। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ।