• চট্টগ্রাম বিভাগ

    রামগতিতে ইয়াবা সহ আটক-১

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১২:১৪ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

    লক্ষ্মীপুরের রামগতির উপজেলার চর আলগী ইউনিয়নের ইয়াবা সম্রাট একাধিক মাদক মামলার আসামী শাহাজাহান মাঝিকে তিন হাজার ছয়শত পিচ ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর মেহের গ্রামের আজহার মাষ্টার বাড়ীর শাহাজাহানের ঘর থেকে এ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়।

    থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারের তত্ত্বাবধানে এসআই তাজ উদ্দিন বাহারের নেতৃত্বে এএসআই আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

    শাহাজাহান এ এলাকার নুর ইসলামের ছেলে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, শাহাজাহান একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে ৩ হাজার ৬ শত পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হই। মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ