প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৪ , ৯:১০:৩৩ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর প্রফেসর ড. আকতার বানুকে ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এই নিয়োগ দেন। নবনিযুক্ত পরিচালক ইতোমধ্যে দায়িত্বে যোগ দিয়েছেন। প্রফেসর আকতার বানু রাবি মনোবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৪ ও ১৯৯৫ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২০০৭ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে তিনি প্রভাষক হিসেবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে যোগ দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর বেশ কিছু গবেষণালব্ধ প্রবন্ধ দেশ-বিদেশে জার্নালে প্রকাশিত হয়েছে।তিনি পরিচালকের দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।