প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ৫:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে ১২ জানুয়ারি (সোমবার) স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঐ পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি এবিএম জয়নুল আবেদীন জিহাদী।
বিশেষ সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাক তাজউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঐ পরিষদ সহ-সভাপতি মো. নূরুজ্জামান, আ’লীগ নেতা মুক্তারুল আলম মুক্তা, জাহাঙ্গীর আলম ও উপাধ্যক্ষ মহাদেব বসাক। প্রধান আলোচক ছিলেন, ঐ পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরাজী। এ ছাড়াও এতে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক নেতা, জেলা- উপজেলা পর্যায়ের শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন মাহফুজা বেগম। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন, শিক্ষক ইয়াকুব আলী, জামাল উদ্দীন, ঐ পরিষদের উপজেলা কমিটির সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক কবির হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে দেশব্যাপি স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে সরকারি বেতনভূক্ত ( এমপিওভূক্ত) করার জন্য সরকারের কাছে দাবি জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত কুমার বসাক।