• Uncategorized

    রাজশাহী চারঘাটে স্কুল ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৮:৩৪:২০ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী চারঘাটে স্কুল ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

    রাজশাহীর চারঘাট উপজেলায় মুবিজবর্ষ উপলক্ষে স্কুল ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্কুল ও কলেজে পড়া–য়া হত দরিদ্র স্কুলগামী ২৪ জন ছাত্রীদের মাঝে বাইসাকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা।

    ২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল এর সভাপতিত্বে বিতরণকৃত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা।

    এসময় আর উপস্থিত ছিলেন, প্রকল্পের সভাপতি এবং ইউপি সদস্য রঞ্জনা বেগম, সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, ইউপি সচিব সুজাউদ্দৌলা,ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজদার রহমান, শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান।

    এসময় প্রধান অতিথি ইউএনও বলেন, বর্তমান সরকার মেধাবী নারীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেয়ার লক্ষে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের বাইসাইকেল বিতরনের মাধ্যমে শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সহযোগীতা প্রদান করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ