• Uncategorized

    রাজশাহী কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ৯:৫৪:১৫ প্রিন্ট সংস্করণ

    মো: মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী কলেজে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে ১ মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয় এবং শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কলেজ অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, মুখ্য আলোচক প্রফেসর মোহাম্মদ নাফিজ এবং আলোচক ড. মোঃ আবুল মজন চৌধুরী। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে কলেজ উপাধ্যক্ষ বলেন, ইতিহাস আপেক্ষিক ও পরিবর্তনশীল। আত্মপ্রত্যয় ও নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে মানুষ এই পরিবর্তনশীল ইতিহাসের পাতায় স্থান করে নেয়। অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, যে লক্ষ্যকে সামনে রেখে স্বাধীনতা অর্জিত হয়েছিল, জাতির সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। স্বাধীনতার লক্ষ্য অর্জনে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

    আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বাংলা বিভাগের উদ্যোগে প্রকাশিত স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষে সাহিত্য পত্রিকা ‘অনুভব-৪’-এর মোড়ক উন্মোচন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ