প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২১ , ৪:২৬:২০ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর চারঘাটে র্যাবের অভিযানে ২৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ২
রাজশাহীর চারঘাটে ২৪০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রবিবার(২৪ জানুয়ারি) দুপুর ২টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং সালামের ছেলে আফজাল হোসেন বাহাদুর (২২)। তারা দুজনই চারঘাট থানাধীন রাওথা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়,সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রামে এ অভিযান পরিচালনা করে। এ সময় ২৪০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করেন।
এছাড়া এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল,৪ টি সিম কার্ড,২টি মেমোরী কার্ড এবং ১৮৫০০ টাকা জব্দ করা হয়।
উক্ত ঘটনায় চারঘাট মডেল থানায় মামলা রুজু করা রয়েছে।