• Uncategorized

    রাজশাহীর চারঘাটে ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২১ , ৩:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীর চারঘাট উপজেলার বামনদিঘী গ্রামের নন্দা বাণিজ্যিক খামারের পাশে উল্টেপড়া ট্রাক্টরের চাপায় রোজিবুল ইসলাম (২৮) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোর ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিবুল উপজেলার বামনদিঘী গ্রামের হাচেন আলীর ছেলে।

    জানা যায়, বামনদিঘী উত্তরপাড়া গ্রামের মাঠ থেকে মাটি নিয়ে নন্দা বাণিজ্যিক খামারের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ঐ ট্রাক্টর চালক। মাঠের রাস্তা অনেক উঁচু নিচু থাকায় মাটি ভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রোজিবুল ইসলাম মারা যায়।

    চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, চাকার নিচে চাপা পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ