• দুর্ঘটনা

    রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল চালক নিহত

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ১০:৪২:২২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন।নিহতের পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী নগরীতে প্রবেশের পর ডিঙ্গাডোবা ক্রসিংয়ে নিহত ব্যাক্তি মোটরসাকেলে যোগে দ্রুত পার হবার সময় ট্রেনের নীচে কাটা পড়েন। ঘটনাস্থলেই ও চালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় ইউডি মামলা শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ