• Uncategorized

    রাজবাড়ীর কালুখালীতে সবজির বাজার গরম থাকায় ক্রেতারা হতাশ হয়ে প্রয়োজনের তুলনায় কম ক্রয় করছেন

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২০ , ৩:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ

    শাকিল আদনান,(কালুখালী) প্রতিনিধিঃ

    শনিবার দুপুরে উপজেলার রতনদিয়া (অরুণগঞ্জ) বাজার ঘুরে দেখা যায় চড়া মূলে সবজি বিক্রি হচ্ছে। তার মধ্যে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি, আলু ৪০ টাকা কেজি, করলা ৪০ টাকা কেজি, বেগুন ৪০ টাকা কেজি, কচু ২০ টাকা এবং পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

    নি¤œচাপের কারণে কয়েকদিন বৃষ্টি হওয়ায় দিন মজুরেরা কাঁচা বাজার ক্রয়ে বিপাকে পড়েছেন। তারা বলছেন মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের আয় কমে গিয়েছে। তাতেই অনেক কষ্টে জীবন যাপন করছি। আবার এখন বৃষ্টির কারণে কাজ করতে পারছি না। কিন্তু সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে।

    ভ্যান চালক ফজর উদ্দিন এর সাথে কথা হলে তিনি জানান, বৃষ্টির কারণে বাহিরে যেতে পারছি না। তাতে আয়ও হচ্ছে না কিন্তু বাজার ঠিকই করতে হচ্ছে।

    দিন মজুর আবু বক্কার এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা অন্যের কাজ করে খাই। বৃষ্টির কারণে কাজ বন্ধ। এখন বাজার করতে গিয়ে দেখি সব কিছুর দাম বেশি।

    বাজার করতে আসা লোকদের দাবী, যদি সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হ্রাস পেলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসতো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ