• Uncategorized

    রাজবাড়ীতে জেল হত্যা দিবস পা‌লিত-দৈনিক অালোকিত ৭১ সংবাদ 

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ২:০৪:২৩ প্রিন্ট সংস্করণ

    ইমন ইসলাম-রাজবাড়ী প্রতিনিধিঃ

    জেল হত্যা দিব‌স উপল‌ক্ষে রাজবাড়ী‌তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও জাতীয় চার নেতা প্র‌তি শ্রদ্ধা জা‌নি‌য়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

    মঙ্গলবার বিকা‌লে জেলা আওয়ামী লী‌গের আয়োজ‌নে জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যালয় প্রাঙ্গ‌নে দিবস‌টির গুরুত্ব তু‌লে ধ‌রে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।এ‌তে জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি শেখ আব্দুস সোবাহান এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

    অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ফ‌কির আব্দুল জব্বার, হেদা‌য়েত আলী সোহরাব, মহম্মদ আলী চৌধুরী, যুগ্ম-সম্পাদক ্যোডঃ স‌ফিকুল আজম মামুন, জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া মাসুদ রা‌জিবসহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

    আলোচনা সভা সঞ্চালনা ক‌রেন, জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক ্যোডঃ স‌ফিকুল হো‌সেন।আলোচনা সভার পূ‌র্বে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও জাতীয় চার নেতার প্র‌তিকৃ‌তিতে পুষ্পমাল্য অর্পন ক‌রেন দল‌টির নেতাকর্মীরা। আলোচনা সভা শে‌ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ