প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৮:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ
শাহ পারভেজ-ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
৭নং কামার চাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া লাগাটা নদীতে এক শিশু মেয়ের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
১৯ জুলাই রবিবার বেলা ১২ ঘটিকায় ৭নং কামারচাক ইউনিয়ন ইসলামপুর গ্রামের লাঘাটা নদীতে ফাহমিদা আক্তার (১১) নদীতে ডুবে মৃত্যু হয়।
জানা যায়,মৌলভীবাজারের বর্শীজুড়া গ্রামে তার বাড়ি,মামার বাড়ি ৭নং কামারচাক ইউনিয়ন ইসলামপুর গ্রামের মোঃ কুতুব উদ্দিনের ভাগনী বেড়াতে এসেছিলেন এ সময় নদীতে পড়ে গিয়ে তিনি ডুবে যান।
উদ্ধার কাজে ফায়ার সার্ভিস কে সহযোগিতা করেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনায় পরিচালক, বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য জনাব, জিয়াউর রহমান (জিয়া)
ফায়ার সার্ভিস অনেক কষ্ট করার পরে লাশ উদ্ধার করতে পারে নাই।
আজ ২০ জুলাই সোমবার হঠাৎ করে সকাল ৭ঘঠিকার সময় লাশটা পানিতে ভেসে উঠে এলাকায় অনেক জন দেখে।
পরে ঘটনাস্থল থেকে জিউর রহমান জিয়া কে মুঠোফোনে কল করে বলার পরে উনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটা নিশ্চিত করা হয়।
মৃত ব্যক্তির পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন ও রুহের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে।