• Uncategorized

    রাজনগর উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত

      প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ৭:২০:০৮ প্রিন্ট সংস্করণ

    শাহ পারভেজ-ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

    মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে।

    বুধবার (০১ জুলাই) সকালে রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত ২৭শে জুন রোজ শনিবার করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন ইউএনও প্রিয়াংকা পাল। নমুনা পরীক্ষা শেষে বুধবার ঢাকা থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর পূর্বে ইউএনও’র স্বামী করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনিও পূনরায় শনিবার আবার নমুনা টেস্টে দিয়েছিলেন। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। শারীরিক ভাবে ইউএনও প্রিয়াংকা পাল সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ