প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৪:২৩:২৯ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- রাজত্ব কার হাতে?
লেখকঃ শিহাব আহম্মেদ
ধেয়ে আসা ঝড়, বিদ্যুতের ঝলকানি
বাতাসে প্রবল ঘূর্ণিশক্তি কার কলকাঠি?
খুঁটি ছাড়া আকাশে কে করলো ছাদ,
পৃথিবীর নিচে জগৎ কে করলো দান?
প্রচন্ড ঠান্ডা আর শীতের আবহাওয়া
গ্রীষ্মের প্রচুর উত্তাপ আর গরম হাওয়া
মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করলো কে জন?
তুষারপাত হাওয়া কার কুদরতি নিদর্শন।
গাছের বিভিন্ন রকম ফল,বিভিন্ন স্বাদ
ফলের বিভিন্ন সুবাস আর স্বাদের ভিন্নতা!
পানি আর হাওয়ার জগতের বাসিন্দারা
হামাগুড়ি দিয়ে চলা,আছে যতসব প্রাণী।
উড়তে পারা কিংবা উড়তে না-পারা প্রাণী!
সাঁতার কাটতে পারা কিংবা ডুব দেয়া প্রাণী।
আক্রমণ করা কিংবা ছিন্ন করে ফেলা প্রাণী
এসব কিছুর উপর বলো কার চলে বাদশাহী?
বনী আদমের মালিক,সকল জীবের মালিক,
দুই পা ওয়ালা পৃথিবীর সকল জীবের মালিক,
চার পা ওয়ালা পৃথিবীর সকল জীবের মালিক
জীবিত সবকিছুর একমাত্র মালিক আল্লাহ!