প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৭:০১:৪৭ প্রিন্ট সংস্করণ
রাখবে দেশের মান
আমার একটা বন্ধু আছে
পাবনা তাঁর বাড়ি !
সে ছিলো সরল – সোজা
সাংবাদিকতা তাঁর পেশা, নেশা।
কবি নজরুলের ছাএ সে
বলে সত্য কথা,
সত্য কথা বলতে গিয়ে আসুক যত বাঁধা -!
তবুও সে লেখে যাবে সদা সদ্য কথা।
বীরের ব্যাসে তীর ছুঁড়ে
ভয় নাহি পায় সে এই জীবনে-!
দেশের জন্য জীবন দিবে,
কলম দিয়ে প্রতিবাদ করবে
লেখে যাবে সদা সত্য কথা-।
হাল ছেড়ো না বন্ধু আমার
বিপদ – আপত আসবেই,
অগ্নি শিখা জ্বলবে’ই !
তাই বলে’ই কি মাথা নত করবে মিথ্যার কাছে?
বিপদ যদি আসে আসুক, করিও না ভয়
বিশ্বাস রাখো আল্লাহ্ উপর
তিনি করে দিবেন সবকিছুর সমাধান।
শুনতে পাচ্ছি জয়, শান্তির মহাজয় -!
সত্যের অনুসন্ধানী আলোকিত ৭১ সংবাদের জয়-।
পাখির কন্ঠে শোনা যায়
মন দরজা’য় উঁকি দেয়,
বুঝে নিতে কষ্ট হয় –
কলমের গোলাম হয়ে, দেশ ও দশের কাজে রাখবে অনেক অবদান।
পৃথিবীর বুকে বাংলাদেশের
রাখবে মান -!
তুমি তোমার বাবার গর্বিত সন্তান,
করবে সবাই সুনাম।
_____________________________
উৎসর্গ করিলাম আমার এই ক্ষুদ্র কবিতাটি পাবনার কৃতি সন্তান আমার প্রিয় বন্ধু সাংবাদিক শিহাব আহম্মেদ’কে। ভালো থাকো ভালো রাখো, শুভ কামনা রইলো তোমার প্রতি শুভহোক তোমার আগার্মীদিনের পথ চলা।