• Uncategorized

  রমজানকে স্বাগত জানিয়ে মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের মিছিল

    প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ৭:৩৬:৪২ প্রিন্ট সংস্করণ

  আরিফুল ইসলাম কারীমী স্টাফ রিপোর্টার

  আজ মঙ্গলবার বাদ আছর আইএবি মনোহরগঞ্জ উপজেলা উত্তর কার্যালয় চত্ত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবিতে পবিত্র মাহে রমজানের স্বাগত মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন।

  আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা বেলায়েত হোসেন বেলালী এবং আন্দোলনের উপজেলা সেক্রেটারি মুফতী আরিফুল ইসলাম কারীমী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আন্দোলনের কুমিল্লা জেলা দক্ষিণের সদস্য ডাঃ আল হেলাল মাহমুদ, খোদাইভিটা জামে মসজিদের খতীব মাওলানা মঞ্জুরুল আলম।

  এতে আরও উপস্থিত ছিলেন, আন্দোলনের কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আহমদ উল্লাহ খালিদ, আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমন,ডাঃ জাকির হুসাইন মিঞা, মাওলানা মিরাজুল ইসলাম,যুবনেতা নাসির উদ্দীন বিএসসি, শ্রমিকনেতা খুরশিদ আলম,ছাত্রনেতা ফয়সাল আহমেদ, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মাসুদুল আলম বাইজিদ,মিরাজ হাসান,মাওলানা ক্বারী নুরুন্নবী প্রমুখ নেতৃবৃন্দ।

  সমাবেশে বক্তারা বলেন,বাণিজ্যমন্ত্রী বলেছেন রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়বে না। অথচ তার ঘোষণার আগেই সরকার দলীয় সিন্ডিকেট বুর্জোয়া গোষ্ঠী শবে বরাতের আগেই বহুগুণ বাড়িয়ে জনগণকে নিষ্পেষণ করছে। বাণিজ্যমন্ত্রী এ সিন্ডিকেট ভাংতে বারবার ব্যর্থ হয়েছে। তারা রোজাদারদের শান্তিপূর্ণভাবে রোজা পালনে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানান।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ