• Uncategorized

  রংপুর কর অঞ্চলে উৎসব মূখর পরিবেশে চলছে কর সেবা

    প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ১:২০:২২ প্রিন্ট সংস্করণ

  শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ

  গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে আয়কর রিটার্ন গ্রহন ও কর তথ্য সেবা-২০২০ যা নভেম্বর মাসের ৩০ তারিখ প্রযন্ত চলমান থাকবে। করোনা কালীন সময়ে সরকারী বিধি অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলমান রয়েছে রংপুর কর অঞ্চলের লাভমুক্ত কর গ্রহন। রংপুর কর অঞ্চলে রয়েছে প্রায় ১০ টি স্টল আয় করদাতারা ৩০ তারিখ প্রযন্ত সুদমুক্ত কর দাখিল করতে পারবেন।

  এ ব্যাপারে অফিস সূত্রে জানা যায়, এবার জাতীয় ভাবে আয়কর মেলা হচ্ছে না, তার পরিবর্তে উৎসব মূখর পরিবেশে কর নেয়া হচ্ছে নিজস্ব অফিসের সামনে স্বাস্থ্য বিধি মেনে। ২০২০-২০২১ অর্থ বছরের রংপুর কর অঞ্চলের টার্গেট ছিলো ৯১০,৩৫,০০০০০ (নয় শত দশ কোটি পয়ত্রিশ লক্ষ)  টাকা। রংপুর কর অঞ্চলে প্রায় ২,৪০,০০০ (দুই লক্ষ চল্লিশ হাজার) কর দাতা রয়েছে।

  প্রতিদিন অফিসে এসে কর দিচ্ছে প্রায় গড়ে ২,০০০( দুই হাজার) জন। এখন পর্যন্ত প্রায় ৬০,০০০ (ষাট হাজার) জন কর প্রদান করেছেন। আশা করা যাচ্ছে ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) জনের কর আদায় হবে।

  কর গ্রহন কর্মসূচী ৩০ নভেম্বর শেষ হলে প্রতিবারের ন্যায় এবারো আমরা অনুষ্ঠান কর্মসূচী নির্ধারণ করে ছোট পরিসরে রংপুর কর অঞ্চলের মধ্য হতে ৫৬ জনকে কর সম্মাননা প্রদান করা হবে। কর সম্মাননা প্রদান করা হবে প্রতিটি জেলা প্রতি, ১/ সর্ব্বোচ্চ কর দাতা- ০৩ জন, ২/ দীর্ঘ মেয়াদী করদাতা- ০২ জন, ৩/ তরুন করদাতা-০১ জন, ৪/ মহিলা করদাতা-০১ জন করে, রংপুরের আটটি জেলার মোট ৫৬ জন পাবেন সম্মাননা।

  এ ব্যাপারে রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার সুমন কুমার বর্মণ বলেন, আসুন আমরা কর দিয়ে দেশ টাকে গড়ি, রংপুর কর অঞ্চলে উৎসব মূখর পরিবেশে চলছে কর গ্রহন রংপুরে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার কর দাতা রয়েছে, তাদের সকলকে অনুরোধ করবো ৩০ নভেম্বরের মধ্যে স্টলে এসে কর প্রদান করুন। অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ