প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২১ , ২:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ
রংপুর মহানগরীর পূর্ব পর্যটন পাড়া, টেক্সটাইল মোড় সংলগ্ন মরহুম বাচ্চা মিয়া মাস্টার এর স্মরণে ‘বাচ্চা মিয়া স্মরণী’ নামে সড়কের নাম করণ করা হয়। শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে ‘বাচ্চা মিয়া স্মরণী’ নাম করণ অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বাচ্চা মিয়া ছিলেন সমাজসেবক, ও অসহায় মানুষের আস্থা ভাজন। রাস্তা নিয়ে এরকম মন-মানসিকতা সবার হওয়া দরকার। অনেক জায়গার রাস্তা নিয়ে গন্ডগোল মারামারি হয়ে থাকে।মরহুম বাচ্চা মিয়া মাস্টার,একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তার স্মরণেই এ রোডের নামকরণ করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মুনতাসীর শামীম লাইকো, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেরানী পাড়া চৌরাস্তা মোড়স্থ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সজীব, বাচ্চা মিয়ার ছেলে মনোয়ার হোসেন-মাওলানা কেরামত আলী কলেজের সাবেক অধ্যক্ষ, সাবেক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক রংপুর মেডিকেল কলেজের ডাঃ গোলাম রহমান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, মোঃ বারেক আলী, মরহুম বাচ্চা মিয়া মাস্টারের নাতী উৎপাদন প্রকৌশলী মেহেদী হোসেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র মোদাব্বির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।