প্রতিনিধি ১২ অক্টোবর ২০২০ , ১২:০৫:০৬ প্রিন্ট সংস্করণ
শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ
প্রতিজ্ঞা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় শাখার অন্তর্ভুক্তে রংপুর মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত।
সোমবার (১২ অক্টোবর ২০২০)প্রতিজ্ঞা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নূর হোসেন সুজন ও সদস্য সচিব আদিল রহমান গঠনতন্ত্রের সাংগঠনিক সক্ষমতায় প্রতিজ্ঞা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় শাখার অন্তর্ভুক্ত রংপুর মহানগর প্রতিজ্ঞা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আহ্বান জানানো হয়েছে।
রংপুর মহানগর প্রতিজ্ঞা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হিসাবে মোঃ মোজাদ্দেদ ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রহমানকে কমিটি অনুমোদিত করেছে। এ আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
সভাপতি মোজাদ্দেদ ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন বলেন,আমরা সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে আমাদের দায়িত্ব পালন করতে চাই।
তারা আরো বলেন আমরা যেন নবগঠিত প্রতিজ্ঞা সামাজিক ও স্বেচ্ছাসেবীক সংগঠনের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি আমাদের জন্য সকলে দোয়া করবেন।