• Uncategorized

    রংপুরে প্রতিজ্ঞা সংগঠনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ৫:৩৭:২৯ প্রিন্ট সংস্করণ

    শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধি:

    রংপুর মহানগরীতে প্রতিজ্ঞা সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

    আজ ( ১৫ আগষ্ট,২০২০) শনিবার বিকেল ৫ টার দিকে  বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ ফুলেল শুভেচ্ছা জানান।

    এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পরে সংগঠনের প্রধান সমন্বয়ক, নূর হোসেন সুজন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর ভাবে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। যার জন্য আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছি। তার ওই ঐতিহাসিক জ্বালাময়ী ভাষণের জন্য আমাদের এই দেশের মানুষ জাগ্রত হয়েছিল। যার কারণে আমরা ৩০ লক্ষ রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করতে পেরেছি।

    আরো উপস্থিত ছিলেনঃ প্রতিজ্ঞা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (পাপ্পু), যুগ্ম আহ্বায়ক, মোঃ মাহাফুজুর রহমান রাকিব, রবিন চৌধুরী রাসেল, কামাল পারভেজ পাভেল, মোজাদ্দেদ হোসেন মোজো, নাহিদ হাসান,  সাম্মাস আফতাবী, ফয়সাল আহমেদ, রাকিবুল হাসান, নাজমুল হাসান, সদস্য সচিব রাহাত হোসেন, সোহান আহমেদ , আদিল মিয়া, মামুন মিয়া, সোহাগ হোসেন, রাইয়ান চৌধুরী, শেখ জামিউল ইসলাম পাপ্পু,রিট ইনস্টিটিউটের সভাপতি নাহিদ আক্তার শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ