প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ১:২২:২৮ প্রিন্ট সংস্করণ
রংপুরে উষ্ণতার ছোঁয়া পেলো শতাধিক শীতার্ত মানুষ রংপুরে উষ্ণতার ছোঁয়া পেলো শতাধিক মানুষ। কম্বল পেয়ে খুশি শীতেকাতর মানুষগুলো। শীতার্ত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সিটি প্রেসক্লাব রংপুর। সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সিটি প্রেসক্লাব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সহ-সভাপতি সাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কার্যনির্বাহী সদস্য জুয়েল আহমেদ, সদস্য এসএম খলিল বাবু। সঞ্চালনা করেন সদস্য রেজাউল করিম জীবন। পরে শতাধিক মানুষের মাঝে কম্বল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক আলী হায়দার রনি, সদস্য তারিকুল ইসলাম তারেক, নুর নবী নুর, আল আমিন সমাপ্ত, এসএম শহীদুল আলম, ফুয়াদ হাসান ফরহাদ, শাহ নেওয়াজ জনি, আকতারুল জামান আকতার প্রমূখ।