• Uncategorized

    রংপুরে আনুষ্ঠানিক ভাবে ঢাকা পোস্টে’র যাত্রা শুরু 

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ৩:১৯:০৭ প্রিন্ট সংস্করণ

    দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের কথা তুলে ধরাসহ সত্যনিষ্ট সংবাদের মাধ্যম হবে ঢাকা পোস্ট। তথ্য বহুুল সংবাদ প্রকাশ এবং আস্থা অর্জনে এগিয়ে থেকে ঢাকা পোস্ট সবার পছন্দের গণমাধ্যমে পরিণত হবে। যাতে সব ধরণের খবর প্রকাশ হবে। সমাজের উঁচু-নিচু শ্রেণীর ভেদাভেদ ভুলে দেশ, স্বাধীনতা, উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশের  স্বার্থে কাজ করবে ঢাকা পোস্ট। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন রংপুরের বিশিষ্ট জনেরা।

    বাংলা মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকা পোস্ট  এর আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা শোনান রংপুরের জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, একটা গণমাধ্যম যখন সবার কথা বলে, তখন তার প্রতি আস্থা বাড়ে। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা, মানবিকতাসহ সব বিভাগেই মতপ্রকাশের দিক থেকে ঢাকা পোস্ট এগিয়ে থাকবে। এখন দ্রুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠ সংবাদ কম প্রকাশ পায়। সেক্ষেত্রে নতুন অনলাইন হিসেবে ঢাকা পোস্ট এই প্রতিযোগিতায় ব্যতিক্রম হবে।‌‘সত্যের সাথে সন্ধি’ – স্লোগানকে পাঠকদের কাছে সত্য হিসেবেই প্রতিষ্ঠিত করবে ঢাকা পোস্ট- এমন প্রত্যাশা ব্যক্ত করে রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মো. জুননুন বলেন, আমাদের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ইতিহাস, সংগ্রাম, ঐতিহ্যসহ রংপুর অঞ্চলের কথা উঠে আসবে ঢাকা পোস্টে। সঙ্গে রংপুরের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনার তথ্য, চিত্র সত্যনিষ্ট তথ্যের মধ্য দিয়ে ঢাকা পোস্ট তুলে ধরবে, এটা আমাদের চাওয়া।অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মশিউর রহমান, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর  মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর কেন্দ্রীয় সদস্য নাট্যব্যক্তিত্ব রাজ্জাক মুরাদ, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক ওয়াদুদ আলী, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, আফতাব হোসেন, আরিফুল হক রুজু, একেএম মঈনুল হক, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরি, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জাসদ ছাত্রলীগ জেলা সভাপতি ওসমান গণি শুভ্র, কণ্ঠশিল্পী অন্তর রহমান, সাজু আহমেদ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিসিএ, রংপুর-এর সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্ট-এর রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিবেদক শিপন তালুকদার।এছাড়াও আরো উপস্থিত ছিলেন- রংপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোনাব্বর হোসেন মনা, কার্যকরি সদস্য জয়নাল আবেদীন, আলোকিত বাংলাদেশের রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান মিন্টু, ভোরের কাগজের রংপুর প্রতিনিধি হাসান গোর্কি, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সহ সভাপতি আসাদুজ্জামান আফজাল, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের রেজাউল করিম জীবন, রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক এস এম ইকবাল, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরি সদস্য আমিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির মহিলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরিফা শিউলি, দপ্তর সুমন ইসলাম, টিসিএ রংপুর কমিটির দপ্তর সম্পাদক একেএম সুমন, রংপুর উন্নয়ন আন্দোলন ফোরামের সদস্য সচিব রাফিকুল হাসান রাকিব, আমরাই পাশে রংপুর গ্রুপের প্রতিষ্ঠাতা আল আমিন সুমন, উই ফর দেম এর প্রতিষ্ঠাতা জীবন ঘোষ, বাংলার চোখের কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল মিয়া, সিরাজুল ইসলাম ইরান প্রমুখ।  আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের অতিথিদের নিয়ে ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এ সময় ভাওয়াইয়ার সুরে অনুষ্ঠানে অন্যরকম মাত্রা বাড়িয়ে দেন কণ্ঠশিল্পী সাজু আহমেদ ও অন্তর রহমান। এর আগে সকাল এগারোটায় ঢাকা পোস্ট-এর শুভ যাত্রা উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা রংপুুুর নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    পুরো আয়োজনে রংপুরে কর্মকর্ত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাসহ রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বেরোবিসাস, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, বাংলার চোখ, আমরাই পাশে রংপুর, উই ফর দেম, কাকাশিসের এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবধরনের খবর প্রচার করতে বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’। ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানে টিম ঢাকা পোস্ট সাজিয়েছে সকল আয়োজন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ