প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ১২:০৯:০৬ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গগঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজের উন্নয়ন, অর্জন, সাফল্য, দরিদ্র ও সুবিধাবঞ্চিত গৃহকর্মীদের উন্নত জীবন ব্যবস্থা তৈরি অবহিতকরণ এবং সামাজিক সমস্যা যথা মাদক, যৌতুক, বাল্যবিবাহ, গুজব মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা সভা করা হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে ধুবিল ইউনিয়নের আমতলা বাজারে উন্নয়ন সমূহ অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় উক্ত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু জাফর সরকার, ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সানোয়ার হোসেন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম সোভা, সদস্য সাকোয়াত হোসেন মেম্বর, ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ প্রুমখ। চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার মানে উন্নয়নের সরকার।
আমার সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজের সহযোগিতায় আমি আমার ইউনিয়নের প্রতিটি গ্রামে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছি। ইউনিয়নের গুরুত্মপুর্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন, রাস্তায় ইটের কাজ, আঞ্চলিক সড়কে মাটি ভরাট, প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নতুন রাস্তা নির্মান, রাস্তা পাকা করণ, ড্রেন নির্মাণ, ব্রীজ নির্মান, আর্সেনিক মুক্ত টিউবয়েল স্থাপন। এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির মাদরাসা, ঈদগাহ ও কবর স্থানে ব্যাপক অনুদান প্রদানসহ উন্নয়ন মূলক কাজ করে করে যাচ্ছেন।