• Uncategorized

  যখন স্মৃতিরা এসে দেয় হানা -লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১১:৪২:০৩ প্রিন্ট সংস্করণ

  কবিতাঃ- যখন স্মৃতিরা এসে দেয় হানা
  লেখকঃ শিহাব আহম্মেদ

  সবকিছু ছেড়ে যেতে চাইলেই কী যাওয়া হয়
  বেহায়া স্মৃতিগুলো বার বার অতীতে নিয়ে যায়,
  রেশম কীটের মতো ব্যর্থতাগুলো সব দেয় খোঁচা
  সীমান্তের প্রহরীর মতো অতীত এসে দেয় হানা।

  এতটুকু স্বাধীনতা নাই অতীত স্মৃতিকে ছেড়ে
  বার বার কেনো যেনো আনমনা করে দিয়ে যায়!
  বড় নিঠুর রেসের ঘোড়ার মতো মগজে ডুব দেয়,
  সুখে থাকার মুহুর্তটা এলোমেলো করে দিয়ে যায়।

  দিশেহারা মনে সময়ের সখ্যতা অতীতকে ঘিরেই
  পাশাপাশি ছুটে চলার বর্তমান উল্কার মতো বহে,
  সময়ের কাজ সময়ে করা হয়ে উঠেনা যে মোটেই
  বরফের মতো গলে যায় মানুষের হায়াতের সীমান্ত!

  স্মৃতি আর সময়ের বিপরীতে ছুটে চলার দ্বান্দ্বিকতা
  আলো আর আধাঁরের খেলায় অনিশ্চিত জিন্দেগী,
  সুগভীর ক্ষত অতীত জীবনের যন্ত্রণায় ধরণীর বুকে
  জীবনের আসল উদ্দেশ্য হাসিল করা যায়না মোটেই।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ