প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ১:১৭:১৫ প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ
ময়মনসিংহ নগরীতে আজ নগরীর ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, এস আই রাশেদুল ইসলাম, টি এস আই আশরাফুল, এস আই খোকন সরকার সঙ্গীয় অফিসার ফোর্সগণদের নিয়ে অভিযানপরিচালনা করে।
জানা গেছে, অভিযানে আজ ১৫ নভেম্বর রাত ৩ টায় রামকৃষ্ণ মিশন রোড (মিশন সংলগ্ন) আশানীড় এক পুরনো বাসায় মামলার পলাতক আসামী খুজতে গিয়ে না পাওয়ায় অন্য রুমে অভিযানে বা খুজতে গিয়ে পেল গেল ১২টি মাথার খুলি, ২ বস্তা কঙ্কালের হার,১ ব্যাগ কাচা হাড়, ৭০লিটার কেমিক্যাল ও ২ কেজি চিনি দানা সদৃশ্য রাসায়নিক পদার্থ সহ বাপ্পি নামে ১ জনকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা কোতোয়ালী মডেল থানার তদন্ত ওসি মোঃ ফারুক হোসেন নিশ্চিত করেছেন। ঘটনার সাথে জড়িতদের ধরতে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।