প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ১১:৩৮:০৩ প্রিন্ট সংস্করণ
শাহ পারভেজ-ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বাংলাদেশের সর্বমহলে প্রশংসিত সৎ অফিসার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ । গ্রাম গঞ্জের সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি ।
মিটার না দেখে অফিসে বসে মনগড়া বিল তৈরি করে সাধারণ মানুষের উপর এরা চাপিয়ে দেয় মোটা অঙ্কের বিল । এসব ঘুষখোর দালালরা গ্রাম এলাকায় ৮৫০ টাকার বিদ্যুৎ বিল ৫০০০-৯০০০ টাকাও বানায় ।
যা পরিশোধ করতে গ্রাম গঞ্জের খেটে খাওয়া মানুষ বিক্রি করছে তাদের গৃহপালিত হাঁস, মুরগি, ছাগল এমনকি গরু বিক্রি করে বিলের টাকা পরিশোধেরও খবর পাওয়া গেছে ।