• Uncategorized

  মৌলভীবাজার হেলথ এইড স্বাস্থ্যসেবা না মেনে রুগী দেখতে ব্যস্ত ডাক্তার-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ১:৩৬:৩৩ প্রিন্ট সংস্করণ

  দেলোয়ার হোসেন তরফদার-মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

  মৌলভীবাজার জেলা শহরের সদর হাসপাতালে উল্টা পাশে অবস্তিত হেলথ এইড ডায়াগেনিন্ট সেখানে প্রতিদিন জরো হয় হাজার ও রুগি এবং রুগির সাথে আসে আরও অনেক এরা কেউ স্বাস্থ্য বিধি মানছেন না বা সেখান কার পরিচালকগন শুধু টাকার দিকে নজর দিচ্ছেন।এখন ও মানুষ করোনা বাইরাসে আক্রান্ত হচ্ছেন,এমন কি ডাক্তার ও আক্রান্ত হচ্ছেন,কিন্তূ দেখাযায় শুধু মসজিদে নামাজে গেলে দুরত্ব বা স্বাস্থ্য বিধি মেনে চলতে হয়।এই হেলথ এইড বা মৌলভীবাজারে আরও ডায়াগনস্টিক সেন্টার আছে এসব জায়গায় কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে ডাক্তাররা টাকার পিছনে ছুটে সাধারণ মানুষ কে করোনা বাইরাস চড়াচ্ছেন।তাই এসব ডায়াগনস্টিক সেন্টারগুলো প্রশাসনের নজরে আনা দরকার।না হয় মৌলভীবাজার জেলায় করোনা বাইরাস আরও বেপক চড়াতে পারে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ