প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ১১:৫৫:০১ প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থী ডালিম প্রতিক অফিস উদ্বোধন।
মৌলভীবাজার জেলার পৌরসভা নির্বাচনে ১ নং ওয়াডের কাউন্সিল পদপ্রার্থী জনাব সহিদ মিয়া ডালিম প্রতিক নিয়ে ১৪/১/২১ তারিখ বিকাল ৪.৩০ সময় ১ নং ওয়াডের ফরেষ্ট অফিস রোড়ে উনার নিবাচনি অফিস উদ্বোধন করা হয়,এ সময় অফিস উদ্বোধন কালে অনেক গুনিজন উপস্তিত ছিলেন,১ নং ওয়াডের চরবাসি ওয়াদা করে বলেন আমরা সহিদ মিয়াকে ৩০ জানুয়ারি বিজয়ের মালা পড়াতে ভোট দিয়ে জয়যুক্ত করবো।