প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:১৪:১৪ প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসেন তরফদার-সিলেট জেলা রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা বি এন পি ও বিভিন্ন ছাত্র সংগঠনের ধষকের বিরুদ্ধে মানববন্দ্বন পালন করে,বাংলাদেশ জাতীয়তা বাদী দল বি এন পি মৌলভীবাজার জেলা শাখা কেন্দ্রীয় কমসুচি অনুসারে মানববন্দ্বন পালন করে এ সময় জেলা বি এন পি ছাড়াও দলে অংগ সংগঠন গুলোর নেতারা উপস্তিত,।
এ সময় বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদক, জেলা জাসাস সভাপতি জনাব মারুফ আহমদ,জেলা যুবদল সভাপতি জনাব জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক জনাব মুহিত আহমদ,পৌর বি এন পির আহবায়ক জনাব মুহিবুর রহমান মজনু, পৌর বি এন পির সদস্য সচিব জনাব মনোয়ার আহমদ,সদর উপজেলা বি এন পির আহবায়ক ও সচিব,মানববন্দ্বন পরিচালনা করে জেলা বি এন পির সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব মিজানুর রহমান মিজান, জেলা বি এন পির ১ সিনিয়র সভাপতি সাবেক পৌর মেয়র জনাব ফজলুল করিম সমাপনি বক্তব্য রাখেন, বিভিন্ন বক্ত্ররা বলেন করোনা মহামারিতে আওয়ামীলীগের বিভিন্ন নেতারা চাউল আর ত্রানের সব লুট করে সবাই কোন বিচার হয়নি।
,আর এখন ছাত্রলীগের নাম দারী বখাটেদের দিয়ে আমাদের মা বোনদের ইজ্জত লুন্টিত,প্রতিদিন ১০০ মেয়েকে ধষন করা হচ্ছে,,সরকারে দাবী তুলে ধরেন এদের এমন সাস্তী দেওয়ার ব্যবস্থা করুন যাতে করে কোন বখাটে দেশে আইন আছে বুঝতে পারে,তেমনি ভাবে আর ও সামাজিক সংগঠন ও বাসদ মৌলভীবাজার চৌমুহনাতে মানববন্দ্বন করে এবং ঢাকায় তাদের নেতাদের পুলিশের হামলার প্রতিবাদ জানায়।