প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ১০:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসেন
তরফদার।
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার এর ইসলাম শপিং সেন্টার সামন পিছ রাস্তা থেকে গত ১৫/৭/২০ ইং তারিখ মিলাদ ও টিপু একটি লাল কালো রঙের মটর সাইকেল চুরি করে নিয়ে যায়,পরে সাইকেল এর মালিক আউয়াল মিয়া তরফদার মুন্সিবাজার ইসলাম শপিং সেন্টার সি সি ফুটেজ দেখে আসামি টিপু মিয়া ও মিলাদ মিয়ার নামে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন। মিলাদ ও টিপু রাজনগর, মৌলভীবাজার জেলা অনেক গাড়ী ও সাইকেল চুরির মামলা রয়েছে,অভিযোগ যাচাই করে গত ৩/৮/২০ ইং তারিখ রাজনগর থানার অফিসার ইনচাজ আবুল হাসিম মামলা রেকর্ড করে তদন্তের জন্য এস আই আবু মোকছেদ কে মামলাটি দেওয়া হয়।আসামি মিলাদ মিয়ার বাড়ী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার নুরপুর এলাকায় মৃত মজল আলীর ছেলে। আসামি টিপু মিয়া রাজনগর উপজেলার দুগাও গ্রামের সিরাজ মিয়ার ছেলে, তার নানা বাড়ী রাজনগর উপজেলার বালিগাও,,তবে টিপু মিয়া দুগাও থাকেনা,মৃত সুনা মিয়ার ছেলে সিরাজ সাথে টিপুর মায়ের তালাক হ য়,এরপর থেকে টিপু তার মায়ের সাথে ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় এমপি কয়েছ চৌধুরীর বাড়ীর সামনের কলোনিতে থাকে।টিপু কে মৌলভীবাজার পুলিশ সুপার জনাব ফারুক আহমদ নিদেশে ডিপি পুলিশ অফিসার ইনচাজ বিনিয় আগে গ্রেফতার করে আরেকটি মটর সাইকেল উদ্ধার করেন।সাইকেল গাড়ী চুরি নিয়ে মিলাদ ও টিপুর একাদিক মামলা আছে,মৌলভীবাজারের সাধারন মানুষ আতংকে আছে তাদের এই চুর চক্রের জন্য।এনিয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন আমি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এর সাথে কথা বলছি এই চুরদের দূত ধরার জন্য,রাজনগর মামলা নং ২৪৫/ ০৩/০৮/২০ ইং বাদী রাজনগর উপজেলার মেদেনীমহল গ্রামের মৃত দুদ মিয়া তরফদার ছেলে আউয়াল মিয়া তরফদার তিনি বলেন পুলিশ কোন আসামি কে গ্রেফতার করছে না বা আমার মটর সাইকেল উদ্ধার করছে না,এনিয়ে মামলার আবু মোকছেদ বলেন আমি দুদিন ফেঞ্চুগঞ্জ থানার নুরপুর এলাকায় আসামি কে গ্রেফতার করতে অভিজান পরিচালনা করে আসামি পাইনি,তাদের পিছনে লোক লাগিয়েছি,এবং সাইকেল উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।রাজনগর থানার অফিসার ইনচাজ আবুল হাসিম বলেন আসামি মিলাদ মিয়া ও টিপু মিয়া কে গ্রেফতার অভিজান চলছে,আমরা কোন অবহেলা করছি না।চুরি হওয়া সাইকেল টির রেজি নং মৌলভীবাজার ল ১১০৮৬৩ নাম্বার।সাইকেল টির মালিক আউয়াল মিয়া বলেন আমি পুলিশ সুপার কাছে অনেকবার গেছি আজ ১ মাসের উপরে পুলিশ কোন আসামি কে গ্রেফতার করতে পারেনি আমার চুরি যাওয়া সাইকেল উদ্ধার করতে পারেনি।