প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৫০:০২ প্রিন্ট সংস্করণ
নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এই কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সংহতি প্রকাশ করেন। বকশীগঞ্জ চৌরাস্তা বাসস্ট্যান্ড জামালপুর-কামালপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধনে এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,সরওয়ার জামান রতন,মাসুদ উল হাসান,বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন রহমান,সাংবাদিক এম এ ছালাম মাহমুদ,মোহাম্মদ আসাদ,উৎপল মহন্ত,এ.কেএম নুর আলম নয়ন,লিয়াকত হোসেন বাবুল,আলমাছ আলী,ও ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।