প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ৫:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল জেলার আগৈলঝড়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগৈলঝড়া উপজেলার ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির পাইক এবং তার সহযোগী জিয়া পাইককে আটক করেছে থানা পুলিশ।
আগৈলঝড় থানার ওসি মোঃ মাজহারুল ইসলাম জানান পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাস আদালত থেকে ইফতারের আগ মুহূর্তে থানায় ফিরছিলেন, এক পর্যায়ে উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আগৈলঝড়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির পাইক, জিয়া পাইক সহ মোট ৫ থেকে ৬ জনে কনস্টেবল ভূদেব বিশ্বাসের উপর হামলা করেন।
তিনি আরও বলেন, উক্ত ঘটনার পরপরই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সহযোগী জিয়া পাইককে আটক করা হয়েছে। কি কারণে হঠাৎ পুলিশকে মারধর করা হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং দোষ পেলে বিচারের সম্মুখীন হবে। পাশাপাশি নিয়মিত মামলা রুজু করা হবে।