• Uncategorized

  মেঘনায় ঝড়ে নৌকা ডুবিতে উদ্ধার হয়নি নিখোঁজ জেলে

    প্রতিনিধি ২৩ আগস্ট ২০২০ , ১:২০:৪৬ প্রিন্ট সংস্করণ

  মোঃ সালাউদ্দিন ভোলা জেলা প্রতিনিধি ঃ ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের চরফকিরা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্বাস ( ২১) মেঘনার বালিয়া নামক স্হানে ঝড়ের কবলে পরে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার চারদিন অতিবাহিত হলেও এখনোও উদ্ধার হয়নি।

  জানা যায়, গত (১৮ আগষ্ট) সোমবার নোয়াখালীর হাতিয়ায় মেঘনার বালিয়া নামক স্থানে নদীতে মৎস শিকার করতে যাওয়া হাজারীগঞ্জের মিজান মাঝির নৌকা ঝড়ের কবল পরে ডুবে যায়।

  এসময় নৌকায় থাকা মাঝি – মাল্লার ১২ জনের ১১ জন সাতাঁর কেটে তীরে আসলেও জেলে আব্বাস উদ্দিন এখনোও নিখোঁজ রয়েছেন।

  এদিকে নিখোঁজ জেলের পরিবারে চলছে শোকের মাতম।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ