প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:৪৯:৩০ প্রিন্ট সংস্করণ
……মূল্যবান পোষাক চাইনা….
লেখকঃ শিহাব আহম্মেদ
অট্টালিকা – কোঠাবাড়ী চাই না ;
নারী গাড়ি আর সুনাম চাইনা ভবে
শুধু মানুষ হয়ে মরিবার চাই গো!
কোন মানুষের ক্ষতি হোক চাইনা…
কোন মানুষ কষ্ট পাক এটাও চাইনা
সবার সুখে জীবনকে বিলাতে চাই,
এই বিশ্বকে নান্দনিক করতে চাই!
গ্রাম গঞ্জ শহর নগরে রক্ত চাইনা
কোথাও খুন-খারাপি ধর্ষণ চাইনা;
সর্বত্র শান্তির সুখ বিনির্মাণ চাই গো
দৈনন্দিন আনন্দময় সবুজ গ্রহ চাই!
দেশের স্বাধীনতা হীনতার খুন চাইনা
গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চাইনা;
দেশের মাটি ও মানুষের মুক্তি চাই গো
আমার ভালোবাসার বাংলা মা’ চাই!
অপহরণের দুর্বৃত্তায়ন আস্তানা চাইনা
আর কোন ধর্ষিতা যুবতীর লাশ চাইনা!
জাহেলিয়াত কেনো জীবনে আলো চাই
নারী পুরুষের মর্যাদার ভিত গড়তে চাই!
বাংলার বুকে রক্ত খেকোর রাজত্ব চাইনা
অমানুষদের অমানবিকতা দেখতে চাইনা,
হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে সুর চাই
সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশ চাই গো!