• Uncategorized

    মুসলিম বেশে -লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১১:২৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ-মুসলিম বেশে
    লেখকঃ শিহাব আহম্মেদ

    এ যুগেও আছে কিছু মহাপাপী
    ইহুদী খ্রিস্টানদের দালাল যারা,
    ইসলামকে ভুল ব্যাখ্যা করে তারা
    অসৎ কর্মেও আছে কঠিন প্রীতি!

    বুদ্ধিজীবি আর কবিসাহিত্যিক
    যৌনরসে লেখায় মাতায় যুব!
    অসাড় অর্থহীন কাব্যে কবিতা
    নৈতিকতা নেইকো কোথাও!

    মুক্তির দিশারী মুহাম্মদ (সঃ)
    সর্বদা ছিলেন শান্তির পথে।
    তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করে,
    ছিঃ ধিক্কার কেবল ওদের তরে।

    কোরআনের পাতায় আদর্শ
    আছে থাকবে চির অক্ষয়!
    মহাগ্রন্থ দিনেরাতে চর্চা করে
    অমানুষ হতে পারে মহামানব!

    ইসলাম একমাত্র সত্যবানী
    প্রমাণ মহান প্রভুর কুদরতি,
    ধর্ম নিয়ে করিলে হেলা-খেলা
    ধ্বংস তাদের অনিবার্য বানী!

    আল্লাহ আছে তাই ভাবিনা
    কখনো মোরা নইকো দুর্বল!
    মুসলিম যখন গর্জে উঠবে
    দেখবি তোদের নিষ্ঠুর নিয়তি!

    ইহুদী খ্রীস্টান হিন্দুর ওয়ারিস
    মুসলিম সেজে করছো মুনাফেকি!
    সত্য ধর্মের ধারক মনিব আল্লাহ
    টুটি একদিন চেপে ধরবেই চালাকি!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ