প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৯:০৮:৪১ প্রিন্ট সংস্করণ
আলোকিত ইসলাম ডেস্ক:
(১) মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুআ,
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمِيرَةَ، وَكَانَ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ
আবদুর রহমান ইবনু আবী ‘উমাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবী ছিলেন; নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মু’আবিয়া (রাঃ)-এর জন্য দু’আ করেনঃ “হে আল্লাহ্! তুমি তাকে পথপ্রদর্শক ও হেদায়াতপ্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে (মানুষকে) সৎপথ দেখাও।
জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৩৮৪২
أَبْوَابُ الْمَنَاقِبِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ | بَابٌ مَنَاقِبُ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ
(২)
ওহির লেখক কে গালি দিতে ভয় করেনা!
عن عبدالله بن عباس
كان المُسلِمونَ لا ينظُرونَ إلى أبي سُفيانَ ولا يُجالِسونَه فقال: يا رسولَ اللهِ ثلاثَ خِصالٍ أسأَلُكَ أنْ تُعطيَنيهنَّ؟ قال: (وما هي)؟ قال: عندي أجمَلُ العرَبِ وأحسَنُها أمُّ حبيبةَ أُزوِّجُكها قال: (نَعم) قال
ومعاويةُ تجعَلُه كاتبًا بَيْنَ يدَيْكَ قال: (نَعم)
আবু সুফিয়ান রাঃ বলেনঃ (হে আল্লাহর রাসূল) মুয়াবিয়া কে আপনার (ওহির) লেখক বানিয়ে নেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,ঠিক আছে ( লেখক বানিয়ে নিলাম)
قال: وتُؤمِّرُني حتّى أُقاتِلَ المُشرِكينَ كما كُنْتُ أُقاتِلُ المُسلِمينَ قال
(نَعم)
صحيح ابن حبان ٧٢٠٩
أخرجه في صحيحه
(৩)
অনেকে প্রশ্ন তুলে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি আসলে “কাতিবে ওহি” (ওহির লেখক) ছিলেন?
জী তিনি ওহির লেখক ছিলেন,
عن عبدالله بن عباس
كنتُ ألعبُ فدعاني رسولُ اللَّهِ ﷺ
وقالَ
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা, তিনি বলেন আমি খেলছিলাম, এমতাবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডেকে বললেন,
ادعُ لي معاويةَ وَكانَ يَكتبُ الوحيَ
তুমি মুয়াবিয়া কে আমার কাছে ডেকে আনো। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহি লিখতেন।
সনদ সহিহ
الذهبي (ت ٧٤٨)تاريخ الإسلام ٤/٣٠٩ صحيح
তারিখুল ইসলাম ৪/৩০৯
(৪)
একজন জান্নাতি সাহাবীর সমালোচনা করে নিজের আখেরাত বরবাদ না অরি,
أَنَّ عُمَيْرَ بْنَ الأَسْوَدِ الْعَنْسِيَّ حَدَّثَهُ أَنَّهُ أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهُوَ نَازِلٌ فِيْ سَاحَةِ حِمْصَ وَهُوَ فِيْ بِنَاءٍ لَهُ وَمَعَهُ أُمُّ حَرَامٍ قَالَ عُمَيْرٌ فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ يَقُوْلُ أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِيْ يَغْزُوْنَ الْبَحْرَ قَدْ أَوْجَبُوْا قَالَتْ أُمُّ حَرَامٍ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ أَنَا فِيْهِمْ قَالَ أَنْتِ فِيْهِمْ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِيْ يَغْزُوْنَ مَدِيْنَةَ قَيْصَرَ مَغْفُوْرٌ لَهُمْ فَقُلْتُ أَنَا فِيْهِمْ يَا رَسُوْلَ اللهِ قَالَ لَا
উমাইর ইব্নু আসওয়াদ আনসী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি ‘উবাদা ইব্নু সামিত (রাঃ)-এর নিকট আসলেন। তখন ‘উবাদা (রাঃ) হিম্স উপকূলে তাঁর একটি ঘরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে ছিলেন উম্মু হারাম। ‘উমাইর (রহঃ) বলেন, উম্মু হারাম (রাঃ) আমাদের নিকট বর্ণনা করেন, তিনি আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন যে, আমার উম্মাতের মধ্যে প্রথম যে দলটি নৌ যুদ্ধে অংশগ্রহণ করবে তারা যেন জান্নাত অবধারিত করে ফেলল। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি কি তাদের মধ্যে হবো? তিনি বললেন, তুমি তাদের মধ্যে হবে। উম্মু হারাম (রাঃ) বলেন, হে আল্লাহ্র রসূল! অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমার উম্মাতের প্রথম যে দলটি কায়সার-এর রাজধানী আক্রমণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত। অতঃপর আমি বললাম, ‘হে আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমি কি তাদের মধ্যে হবো?নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘না।
সহিহ বুখারী, হাদিস নং ২৯২৪
كِتَابُ الْجِهَادِ وَالسِّيَرِ | بَابُ مَا قِيلَ فِي قِتَالِ الرُّومِ
(৫)
عن عبدالله بن عمر
ما رأيْتُ أحدًا مِنَ النّاسِ بعدَ رسولِ اللهِ صلّى اللهُ عليه وسلَّم أسْودَ مِن معاويةَ
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে মুয়াবিয়ার চেয়ে এত ভালো নেতৃত্ব দেখিনি।
الهيثمي (ت ٨٠٧)مجمع الزوائد ٩/٣٦٠
نحن نحب أصحاب محمد صلى الله عليه وسلم