প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ লিটন শেখ (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। গতকাল ১৬ই ফেব্রুয়ারী মঙ্গলবার রাত আনুমানিক ১০টার সময় তাকে আটক করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে মুন্সীগঞ্জ সদর থানার দক্ষিন মহাকালী এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. লিটন শেখ (৩৫) নামে একজন মাদক কারবারী কে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। আটক মো. লিটন শেখ মুন্সীগঞ্জ সদর থানার দক্ষিন মহাকালী এলাকার মৃত হোসেন শেখ এর ছেলে।
উল্লেখ্য, আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়াও আসামীর বিরুদ্ধে গজারিয়া থানায় বিশেষ আইনে ফেন্সিডিলের মামালা রয়েছে।